Logo

অধ্যক্ষের অনুরোধে সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৪
9Shares
অধ্যক্ষের অনুরোধে সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভে নামে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

অবরোধের খবর পেয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার ঘটনাস্থলে পৌঁছান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বেলা ১১টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট বিভাগ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রতিষ্ঠানটির শতবর্ষের ঐতিহ্য নষ্ট হবে বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (১৩ অক্টোবর) একই ইস্যুতে ঢাকা কলেজে উত্তেজনা দেখা দেয়। আইনটির দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রার প্রস্তুতি নিলে ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন, যা জানতে পেরে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে মুক্ত করেন। ঘটনাকালে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরাও স্নাতক শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD