Logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ২০:৪৮
13Shares
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সোমবার (১৩ অক্টোবর) সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪ নভেম্বর থেকে এবং ২৮ নভেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হবে ঢাবির ভর্তি পরীক্ষা।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী- আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর (সকাল ১০টা-দুপুর ১২টা), চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়/কবি নজরুল বিশ্ববিদ্যালয়) এবং রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় থাকবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত অংশ, মোট ১০০ নম্বর। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর আরও ২০ নম্বর যুক্ত হবে।

বিজ্ঞাপন

যোগ্যতা হিসেবে ভর্তিচ্ছুদের ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ যোগফল ন্যূনতম ৮.০ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.৫), কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য ন্যূনতম ৭.৫ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.০), ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ন্যূনতম ৭.৫ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.০) এবং চারুকলা ইউনিটের জন্য ন্যূনতম ৬.৫ (প্রতি পরীক্ষায় কমপক্ষে ৩.০)।

চারুকলা ইউনিটের জন্য ৩০ মিনিটের এমসিকিউ ও ৬০ মিনিটের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে, অন্য ইউনিটগুলোর জন্য ৪৫ মিনিটের এমসিকিউ ও ৪৫ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঢাবি প্রশাসনের মতে, এ বছরের ভর্তি কার্যক্রম আরও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে আবেদন প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD