Logo

ফেল করেছেন সেই আনিসা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ১২:২৮
9Shares
ফেল করেছেন সেই আনিসা
ছবি: সংগৃহীত

অসুস্থ মাকে হাসপাতালে রেখে দেরিতে কেন্দ্রে পৌঁছানো সেই আনিসা আহমেদ এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্মরণ করা যায়, আনিসা পরীক্ষার প্রথম দিন মায়ের গুরুতর অসুস্থতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী তিনি ওইদিন পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে তার ঘটনার প্রতি দেশজুড়ে সহানুভূতির সাড়া দেখা যায় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়।

বিজ্ঞাপন

এদিকে সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর সব বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের তুলনায় অনেক কম।

২০২৫ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪৫টি, যেখানে ২০২৪ সালে ছিল ১ হাজার ৩৮৮টি। অর্থাৎ এক বছরে ১ হাজার ১৩টি প্রতিষ্ঠান কম শতভাগ পাস করেছে।

তবে এবারও মেয়েরা শিক্ষায় এগিয়ে। এ বছর ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ সংখ্যা ছাত্রদের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীও বেশি, যা ছেলেদের তুলনায় ৪ হাজার ৯৯১ জন।

বিজ্ঞাপন

২০২৪ সালের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন, আর এবছর তা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯৭ জনে।

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, কঠোর মূল্যায়ন পদ্ধতি এবং নিয়মভিত্তিক পরীক্ষা প্রক্রিয়াই এবারের ফলাফলে বড় ভূমিকা রেখেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD