Logo

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৬:৫৬
8Shares
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিভিন্ন মহলের আপত্তি ও মতামত পর্যালোচনার পর এই দুটি পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংশোধিত গেজেট প্রকাশ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। নতুন গেজেটের মাধ্যমে গত আগস্টে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এর সংগীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক পদ সংক্রান্ত ধারা বাতিল করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে জানান, সংশোধিত গেজেট ইতোমধ্যে জারি হয়েছে। এতে আগের চার ধরনের শিক্ষক শ্রেণিবিন্যাসের পরিবর্তে এখন কেবল দুটি শ্রেণি রাখা হয়েছে। অর্থাৎ, সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা কোনো সহকারী শিক্ষক পদ থাকছে না।

বিজ্ঞাপন

এর আগে গত ২৮ আগস্ট প্রকাশিত গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে দুটি নতুন সহকারী শিক্ষক পদ সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকটি শিক্ষক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের আপত্তির পর সরকার পুনর্বিবেচনা করে সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয়।

বিশেষজ্ঞদের মতে, সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামো সহজ করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করবে, তবে সংগীত ও শারীরিক শিক্ষার মান ধরে রাখতে বিকল্প উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD