Logo

যা জানা গেলো প্রাথমিকে দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৪:০২
16Shares
যা জানা গেলো প্রাথমিকে দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে
ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম ধাপের জন্য রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের চাকরিপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।

দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ চলতি মাসেই হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি হয়ে যাবে।’

বিজ্ঞাপন

চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়। ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এছাড়া মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।

২ নভেম্বর সংশোধিত নিয়োগ বিধিমালা প্রকাশিত হয়। এতে নতুন সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয় এবং কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।

আবেদন করতে দেওয়া হয়েছে ২০টি শর্তবালী। শর্তাবলীর ১০ নম্বর পয়েন্টে বলা হয়েছে, বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞাপন

তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। 

এ ছাড়াও প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ধুমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার কোনো দরকারনেই।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

যা জানা গেলো প্রাথমিকে দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে