Logo

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শনিবারের সব পরীক্ষা স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৪
5Shares
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শনিবারের সব পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শনিবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখে অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD