শহীদ ওসমান হাদির একাডেমিক ফলাফল ভাইরাল

গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আলোচনায় এসেছে শহীদ হাদির বর্ণাঢ্য একাডেমিক ও ব্যক্তিগত জীবন।
জানা গেছে, শরিফ ওসমান হাদি ২০১০–১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। অনার্সে তিনি অর্জন করেন ৩.৪৯ এবং মাস্টার্সে ৩.৫২ সিজিপিএ।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের মতোই মাধ্যমিক স্তরেও মেধার পরিচয় দিয়েছিলেন হাদি। দেশের ইসলামী শিক্ষার অগ্রসর প্রতিষ্ঠানগুলোর একটি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন তিনি। এর মধ্যে দাখিল পরীক্ষায় ওসমান হাদির জিপিএ ছিল ৪.৭৫, আর আলিম পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ-৫।
পড়াশোনার পাশাপাশি হাদি ছিলেন একজন দক্ষ বিতার্কিক ও আবৃত্তিশিল্পী। আবৃত্তি, বিতর্ক ও উপস্থিত বক্তৃতায় তিনি একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেন।
বিজ্ঞাপন
২০২৪ সালের আগস্টে তিনি প্রতিষ্ঠা করেন সাংস্কৃতিক-রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। তরুণ সমাজকে সাংস্কৃতিক বিপ্লবের জন্য প্রস্তুত করতে গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার।
মাতৃভূমির জন্য মৃত্যুবরণ করে সর্বোচ্চ মর্যাদায় আসীন হওয়া হাদির ব্যক্তিগত জীবনও ছিল বর্ণাঢ্য। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর শরিফ ওসমান হাদি নামে পরিচিতি পেলেও তার প্রকৃত নাম ওসমান গনি।
এর আগে ‘সীমান্ত শরিফ’ নামে কবিতা লিখতেন তিনি। তবে বাবা মৃত মাওলানা শরিফ আব্দুল হাদির নামানুসারে নিজেকে ‘শরিফ ওসমান হাদি’ হিসেবে পরিচিত করে তুলেছিলেন।
বিজ্ঞাপন
শিক্ষক পরিবারের সন্তান শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার খাসমহল এলাকায়। নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও খাসমহল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফ আব্দুল হাদি এবং গৃহিণী তাসলিমা হাদির ঘর আলো করে ১৯৯৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি।
বাবা ছাড়াও পরিবারের আরও তিনজন সদস্য শিক্ষকতা পেশায় যুক্ত। ৬ ভাই-বোনের মধ্যে বড় ভাই (ভাই-বোনের মধ্যে দ্বিতীয়) ড. আবু বকর ছিদ্দিক বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব।
ভাই-বোনের মধ্যে চতুর্থ মাছুমা নলছিটি ইসলামি সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক। এ ছাড়া ভাই ওমর বিন হাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সুগন্ধা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।
বিজ্ঞাপন
এর বাইরে বড় বোন ফাতেমা বেগম ও তৃতীয় ইয়াসমিন আক্তার গৃহিণী। স্ত্রী রাবেয়া ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। এ ছাড়া ওসমান হাদির ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সে কিছুদিন ইংরেজি বিভাগের শিক্ষকতা করেছেন হাদি।
বিজ্ঞাপন
এ ছাড়া ২০১৩ সাল থেকে সাইফুর’স কোচিংয়ে সিনিয়র আইইএলটিএস ট্রেইনার হিসেবে কর্মরত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও ইংরেজি শিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।








