Logo

ঢাবির ভর্তি পরীক্ষা ও তারেক রহমানের জিয়ারত একইদিন, সূচিতে আসছে পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২১:২৫
17Shares
ঢাবির ভর্তি পরীক্ষা ও তারেক রহমানের জিয়ারত একইদিন, সূচিতে আসছে পরিবর্তন
ছবি: সংগৃহীত

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতও নির্ধারিত। গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি একসাথে এবং কাছাকাছি সময়ে হওয়ায় তারেক রহমানের সূচিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কাজ সম্পন্ন করবেন। তিনি সকালবেলায় নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরিকল্পনা অনুযায়ী, দুপুরের দিকে তিনি ক্যাম্পাসে উপস্থিত হবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য সকাল ১১টার দিকে তারেক রহমানকে কবর জিয়ারতের জন্য আসার অনুরোধ করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিএনপির স্থায়ী কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রক্টরের মতে, আমাদের লক্ষ্য থাকবে বেলা ১২টার মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি সম্পন্ন করা। এরপর দুপুরের পর ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এবং ঢাবির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে নতুন তারিখ হিসেবে আগামী শনিবারের সময় নির্ধারণ করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD