গুচ্ছে আবেদন পৌনে তিন লাখ শিক্ষার্থী, ‘এ’ ইউনিটে সর্বাধিক

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি ব্যবস্থায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় পৌনে তিন লাখ শিক্ষার্থী।
বিজ্ঞাপন
আবেদনের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ আবেদন এসেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৫৯ হাজার ১৮৯, ‘বি’ ইউনিটে ৯০ হাজার ৪০৪ এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৯৬১ আবেদনকারীর নাম রয়েছে।
জানা গেছে, ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ১০ ডিসেম্বর ২০২৫ এবং শেষ হওয়ার কথা ছিল ২৪ ডিসেম্বর রাত ১২টায়। পরে সময়সীমা ৬ দিন বৃদ্ধি করে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে ২৭ মার্চ ‘সি’ ইউনিটের মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা প্রস্তুতি শুরু করেছেন। ‘এ’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন পড়ায় প্রতিযোগিতা তুলনামূলকভাবে কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।








