Logo

ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১২
ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং আর নেই
ছবি: সংগৃহীত

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জামালেন ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ঋতুরাজ সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিজ্ঞাপন

জানা যায়, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। অগ্ন্যাশয় সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল তার। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ঋতুরাজ। ফিরতেই সোমবার রাত ১২টা নাগাদ মারা যান তিনি।

বিজ্ঞাপন

বন্ধু অমিত বহেল তার মৃত্যুর খবর নিশ্চিত করেন । তিনি বলেন,‘হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঋতুরাজের। দিন কয়েক আগে অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। বাড়িতেও ফিরেছিলেন। তবে শেষরক্ষা হল না।’

বিজ্ঞাপন

সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে যশপালের চরিত্রে দেখা গেছে তাঁকে। তবে তার লম্বা ক্যারিয়ারে টেলিভিশনসহ একাধিক সিনেমায় দেখা গেছে তাকে। 

বিজ্ঞাপন

তিনি টেলিভিশনে “বনেগি আপনি বাত”, “জ্যোতি”, “হিটলার দিদি”, “দিয়া অউর বাতি হম” সিরিয়ালে কাজ করেছেন। এ ছাড়াও আলিয়া ভাট, বরুণ ধওয়ানের সঙ্গে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতেও নজর কেড়েছিলেন ঋতুরাজ। ছিলেন “ইয়ারিয়া টু” ছবিতেও।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD