Logo

গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ০৭:৪২
211Shares
গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রী
ছবি: সংগৃহীত

এতে পবিত্রা গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান

বিজ্ঞাপন

জনপ্রিয় তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

রবিবার (১২ মে) অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে আঘাত হানে। এ সময় হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে তার গাড়িতে ধাক্কা মারে। এতে পবিত্রা গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, এই অভিনেত্রীর গাড়িটি কর্নাটকের মান্ডা জেলার হানাকেরেতে ফিরছিল। একই গাড়িতে ছিলেন পবিত্রার মামাতো বোন অপেক্ষা, গাড়ির ড্রাইভার শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। দুর্ঘটনায় তারাও গুরুতর ঝখম হয়েছেন। ইতোমধ্যে স্থানীয় পুলিশ সড়ক দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

পবিত্রার মৃত্যুতে তার সহঅভিনেতা সমীপ আচার্যসহ আরও অনেকেই দু:খপ্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, তেলেগু টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘ত্রিনয়নী’ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠা পবিত্রা জয়রাম আরও কয়েকটি কন্নড় সিরিয়ালেও দাপুটের সাথে অভিনয় করেছেন। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সূত্র এনডিটিভির।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD