বন্যার্তদের পাশে এসএলকে মিউজিক

প্রতিষ্ঠানটির একটি টিম কুমিল্লার লাকসাম থানার হারাকাল গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিজ্ঞাপন
বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এলো সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এসএলকে মিউজিক।
সোমবার (২৬ আগস্ট) প্রতিষ্ঠানটির একটি টিম কুমিল্লার লাকসাম থানার হারাকাল গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ডাল ১ কেজি, ১ লিটার তেল, ৫টি করে স্যালাইনসহ প্রথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ।
মোট ১৫০টি পরিবারের এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বলে জানান এসএলকে মিউজিকের এডভাইজার ও মার্কেটিং ম্যানেজার সালমান আহমেদ সোহাগ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল খান ফ্রান্স থেকে মুঠোফোনে দৈনিক জনবাণীকে বলেন, আমার টিম মেম্বারদের অনেক ধন্যবাদ। যার যতটুকু সামর্থ্য আছে সবাই বন্যার্তদের পাশে এগিয়ে আসুন। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এ সময় টিমের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক রোহান রাজ, নকিব, সোহাগ প্রমুখ।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন