Logo

ছয় মাস লেগেছে জয়ার ঢাকাই জামদানি বানাতে

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৫
81Shares
ছয় মাস লেগেছে জয়ার ঢাকাই জামদানি বানাতে
ছবি: সংগৃহীত

পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই চিত্রনায়িকা

বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে সমানতালে জনপ্রিয় হয়ে উঠেছেন। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই চিত্রনায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান তিনি।

এদিকে, মুম্বাইয়ে রবিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, চলচ্চিত্র ও ক্রটিকস- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছন এই অভিনেত্রী। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে জড়িয়েছেন জয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে। কারণ জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু ব্যাতীক্রমী।

ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লিখেছেন, আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার সর্বদা চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে  গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী লেখেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সাথে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে অনেক সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে। জানা গেছে, জয়ার আহসানের পরনের এই শাড়ি তৈরি করতে প্রায় ৬ মাস লেগেছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD