Logo

বিয়ে নিয়ে সমালোচনা, যা বললেন তাহসান খান

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৫, ২৩:৫৫
39Shares
বিয়ে নিয়ে সমালোচনা, যা বললেন তাহসান খান
ছবি: সংগৃহীত

বিয়ের পর যেন মধুর সমস্যায় পড়েছেন জনিপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান

বিজ্ঞাপন

দ্বিতীয় বিয়ের পর যেন মধুর সমস্যায় পড়েছেন জনিপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। একদল ভক্ত অনুরাগি 

অভিনেতার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অন্য একটি দল তার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বয়সের পার্থক্য ও দু’জনের অতীত নিয়ে বিভিন্ন সমালোচনায় মেতেছেন। 

বিজ্ঞাপন

বিষয়গুলো নিয়ে বরাবরের মতোই নীরব তাহসান খান। অতীতেও অভিনেত্রী মিথিলার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে কম আলোচনা সসালোচনা হয়নি। প্রতিবারই এই তাহসান থেকেছেন নীরব ভূমিকায়। 

বিজ্ঞাপন

এবারও শুরু একই রকম। বিয়ে করলেও কোনো ঢাক-ঢোল পেটাননি। বরং পারিবারিক আয়োজনেই সকল অনুষ্ঠান ও কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি। 

শনিবার (৪ জানুয়ারি) বিয়ের পর সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ্যে আসতেই হয়েছে তাহসানকে। উদ্দেশ্য, তার নতুন গানের মুক্তি। যে উপলক্ষ্যে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

সেখানেই বিয়ে নিয়ে নানা সমালোচনা-বিতর্কের জবাবে ঠান্ডা মাথায় তাহসানসুলভ উত্তরই দিতে দেখা গেল তাহসানকে। 

বিজ্ঞাপন

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অভিনেতা বললেন, ‘আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকেন। এটা উচিৎ না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন।’

বিজ্ঞাপন

বিয়ের পরের অনুভূতি জানতে চাইলে শুধুই হাসলেন তাসহান। এরপর বললেন, ‘আমি অন্য আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’

এদিন প্রকাশ পেয়েছে তাহসান খান ও সিঁথি সাহার নতুন গান ‘একা ঘর আমার’। বিরহ ধাচের গানটি লিখেছেন অভিনেতা নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তাহসান খান। সঙ্গে ছিলেন সিঁথি সাহা, সাজিদ সরকারসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে তাহসান বলেন খান, ‘সাত থেকে আট মাসে আগেই গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার প্রতি অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের কষ্ট অনেক বেশি হয়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি আবার সেই মানুষটাকে ঘৃণাও করি- এমন চিন্তা থেকেই এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গত ২০-২২ বছর ধরে অনেক ধরণের গান করেছি কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হলো।’

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD