Logo

ওপার বাংলায় নতুন দায়িত্বে সোহানা সাবা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৫, ০১:৫১
35Shares
ওপার বাংলায় নতুন দায়িত্বে সোহানা সাবা
ছবি: সংগৃহীত

এবার নতুন আলোচনা শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে

বিজ্ঞাপন

বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে থাকা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। এবার নতুন আলোচনা শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে।

বর্তমানে ভারতে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেখান থেকে একটি ছবি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপরই জানা যায়, ভারতে বিশেষ দায়িত্ব পালন করছেন সোহানা সাবা। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সোশ্যাল পোস্টে তথ্যটি জানান নিজেই।

বিজ্ঞাপন

দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, ২০২৪-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার এক্সেপ্ট করে নিই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অব জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।

বিজ্ঞাপন

এই অভিনেত্রী আরও লেখেন, একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয় বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশি আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় পা রাখেন সোহানা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে ছেলেকে নিয়ে একাই পথ চলছেন তিনি।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD