Logo

আবারও এমপি পদে নির্বাচনে লড়বেন হিরো আলম

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৭:৩১
20Shares
আবারও এমপি পদে নির্বাচনে লড়বেন হিরো আলম
হিরো আলম | ফাইল ছবি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে একাধিক নির্বাচনে অংশ নিয়ে নিয়মিত আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এবার তিনি সংসদ সদস্য (এমপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

হিরো আলম জানান, এবার তিনি বগুড়া থেকে নয়, বরং ঢাকার ১৭ নং আসন থেকে নির্বাচন করবেন। এই আসনের অন্যতম শক্ত প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে আন্দালিব রহমান পার্থ। এছাড়া জামায়াতে ইসলামি বাংলাদেশ, এনসিপি এবং আরও কিছু দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হিরো আলম জানিয়েছেন, আপাতত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন, তবে অনেক দল তার সঙ্গে যোগাযোগ করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশের জনগণ যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে পারে, সেটাই আমার প্রত্যাশা। ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক, এটাই মূল বিষয়।

হিরো আলম আরও জানান, অনেক দলের নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যাচাই-বাছাই করছেন যে, কোন দলের প্রস্তাব মান্যযোগ্য হবে। ব্যাটে বলে মিললে কোনো দলে যোগ দেব, নইলে স্বতন্ত্র থাকব।

নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন, আমি সংসদে গরিব, প্রান্তিক এবং অবহেলিত মানুষদের জন্য কাজ করতে চাই। কারণ দেশের মূল শক্তি এই পরিশ্রমী মানুষের মধ্যেই নিহিত। তারা সারাদিন শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু রাষ্ট্রের সেবা পেতে গিয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনটি ঢাকার ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের অংশ নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। হিরো আলম পূর্বেও এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া থেকে প্রার্থী হয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুইবার বাতিল হলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান। নির্বাচনের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে, ঢাকা-১৭ আসনের এমপি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে অনুষ্ঠিত উপনির্বাচনে আবারও প্রার্থী হন হিরো আলম। ওই নির্বাচনের দিনে একটি কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা পেয়েছিল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এ ঘটনার নিন্দা জানিয়েছিল।

হিরো আলমের এই ঘোষণা নির্বাচনী মরশুমে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর হিসেবে তার সম্ভাবনা নিয়ে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD