Logo

কিং’ সিনেমার টিজার মুক্তি, কাস্টিং নিয়ে ভক্তদের উত্তেজনা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৪:৪১
8Shares
কিং’ সিনেমার টিজার মুক্তি, কাস্টিং নিয়ে ভক্তদের উত্তেজনা
ছবি: সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান যখন নতুন ছবি ঘোষণা করেন, তখন তা কেবল সিনেমার খবরই থাকে না—সেটি যেন এক মহারাজ্যিক আয়োজনের ইঙ্গিত দেয়। সম্প্রতি প্রকাশিত ‘কিং’ সিনেমার টিজারটি ভক্তদের মধ্যে উত্তেজনার ঝড় তোলে।

বিজ্ঞাপন

শাহরুখের এই নতুন সিনেমায় তাকে দেখা যাবে অ্যাকশন ও আবেগের মিশ্রণে, যেখানে তিনি পর্দায় রাজা বা ‘কিং’ হিসেবে হাজির হবেন। তার বিপরীতে রয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন, যাদের জুটি সর্বদা দর্শকদের কাছে হিট প্রমাণিত হয়েছে।

সবচেয়ে বড় চমক হলো, শাহরুখের কন্যা সুহানা খান প্রথমবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে ‘দ্য আর্চিস’ দিয়ে অভিষেকের পর এবার তাকে বাবা শাহরুখের ছবিতে দেখা যাবে প্রেক্ষাগৃহে।

বিজ্ঞাপন

শুধু এই তিনজনই নয়, ‘কিং’-এর রাজসভায় আরও যোগ দিতে যাচ্ছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ারসি। এছাড়া নতুন প্রজন্মের প্রতিভা যেমন রাঘব জুয়েল, অভয় ভার্মা ও কারানভির মালহোত্রা নিয়েও কাজ চলছে। আলোচনায় রয়েছেন ওটিটিতে খ্যাত জয়দীপ আহলাওয়াত ও সৌরভ শুক্লা।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। পরিচালনার দায়িত্বে আছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’-এর মতো বড় ব্লকবাস্টার পরিচালনা করেছেন। এ কারণে প্রত্যাশা করা হচ্ছে, ‘কিং’ হবে এক অ্যাকশন, আবেগ ও রাজকীয় দৃষ্টিনন্দনতার মিশ্রণ, যা বলিউডে নতুন রেকর্ড স্থাপন করতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD