Logo

কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক!

profile picture
বিনোদন ডেস্ক
২ নভেম্বর, ২০২৫, ১৪:০৫
13Shares
কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক!
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি ‘রক্তবীজ ২’-এর সেটে এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। পরিচালক শিবপ্রসাদ চান, চরিত্রের বাস্তবতা যেন দর্শকের কাছে স্পষ্ট হয়, তাই কৌশানিকে নির্দেশ দেন মুখে কোনো মেকআপ ছাড়া অভিনয় করতে।

বিজ্ঞাপন

সেটের এক মজার মুহূর্তে দেখা গেছে, কৌশানী হালকা মেকআপ নিয়েই উপস্থিত ছিলেন। বিষয়টি টের পেতেই শিবপ্রসাদ বলেন, “সব তুলে ফেলো, মুখ যেন একদম প্রাকৃতিক থাকে।’ কৌশানী হেসে বলেন, ‘আজকে আমি কিচ্ছু করিনি! ‘ কিন্তু শেষ পর্যন্ত তাকে টিস্যু দিয়ে মেকআপ মুছে নিতে হয়। এই মুহূর্তে পরিচালক ও অভিনেত্রীর হাসি-ঠাট্টা দর্শকদেরও মুগ্ধ করেছে।

ছবিতে কৌশানী অভিনয় করছেন অভিনেতা অঙ্কুশ হাজরার স্ত্রীর ভূমিকায়। এছাড়া বাংলাদেশের নৃত্যশিল্পী আয়েশা খানের চরিত্রে তার অভিনয়ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ‘রক্তবীজ ২’-এর ক্লাইম্যাক্সের গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করেন কৌশানী। সেই ছবিতে শিবপ্রসাদ ছিলেন তার সহঅভিনেতা। ‘বহুরূপী’ ভালো ব্যবসা করার পর এবারের পূজায় ‘রক্তবীজ ২’ দর্শকের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। ২৬ সেপ্টেম্বর মুক্তির পর ছবিটি এখনও প্রেক্ষাগৃহে চলমান এবং দর্শক আগ্রহের সঙ্গে কৌশানী ও অঙ্কুশের নতুন রসায়ন উপভোগ করছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD