তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : তাসনিয়া ফারিণ

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। একসময় তাকে নিয়ে যেমন অভিনয় দুনিয়ায় আলোচনা হতো, তেমনি তার ব্যক্তিজীবন নিয়েও কম কানাঘুষা ছিল না। বিশেষ করে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান-এর সঙ্গে তার নাম জড়িয়ে পড়ার পর একসময় শোবিজে শুরু হয় তোলপাড়। অনেকেই ধরে নিয়েছিলেন— দুজনের মধ্যে কিছু একটা ঘটছে, এমনকি কেউ কেউ বিয়ের গুঞ্জনও ছড়িয়ে দেন।
বিজ্ঞাপন
তবে সময়ের পরিক্রমায় সব আলোচনা থেমে যায়। সম্প্রতি আবারও পুরোনো বিষয়টি আলোচনায় এসেছে— কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া ফারিণের সাম্প্রতিক সাক্ষাৎকার থেকেই।
তাসনিয়া ফারিণের সঙ্গে তাহসানের পরিচয় ঘটে একটি নাটকের কাজ করতে গিয়ে। সেখানে দুজনের রসায়ন দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। সেই নাটক প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয় নানা গুঞ্জন— কেউ বলেন প্রেম, কেউ বলেন সম্পর্কের সূত্রপাত।
বিজ্ঞাপন
তবে ফারিণ এখন মনে করেন, ওই গুঞ্জন আসলে তার নীরবতারই ফল। তিনি বলেন, ‘আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। তাই মানুষ না জেনে নানা গল্প বানিয়েছে। হঠাৎ করেই তাহসানের সঙ্গে আমার নাম জড়িয়ে গেল। এরপরই ভাবলাম, বিষয়টা পরিষ্কার করা দরকার।,
অভিনেত্রী আরও বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠার পরই আমি আমার প্রেমিককে— যিনি এখন আমার স্বামী— প্রকাশ্যে আনি। তাতেই সবার ভুল ভেঙে যায়।,
দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের সম্পর্ক শেষে ২০২৩ সালের ১১ আগস্ট জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান, পেশায় কর্পোরেট কর্মকর্তা। গোপনে নয়, বরং আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ধুমধাম করেই হয় তাদের বিবাহ অনুষ্ঠান।
বিজ্ঞাপন
বিয়ের পর থেকে একসঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই জুটি। ফারিণের ভাষায়, ‘বিয়ের পর কাজ বেড়েছে আমার। আগে ভাবতাম হয়তো সংসার সামলে কাজ করা কঠিন হবে, কিন্তু এখন বুঝেছি— এটা মানসিক ভারসাম্যের ব্যাপার। বিয়ে জীবনে স্থিরতা এনে দিয়েছে।,
এখন আর তিনি শুধু ছোটপর্দার অভিনেত্রী নন; ওপার বাংলার সিনেমা জগতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তাসনিয়া ফারিণ। তার অভিনীত কলকাতার ছবি ও ওয়েব সিরিজ পেয়েছে প্রশংসা। সম্প্রতি তিনি কলকাতা সফরেও গিয়েছিলেন। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, অভিনেত্রী কোয়েল মল্লিক, ও নায়ক দেব-এর সঙ্গে দেখা করেছেন।
বিজ্ঞাপন
সেই সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘টালিগঞ্জে সবাই খুব আন্তরিক। কাজের পরিবেশটা দারুণ। বাংলাদেশের মতোই সেখানেও দর্শকরা আমাদের কাজ পছন্দ করেন— এটা সত্যিই বড় পাওয়া।’
নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে ফারিণ বেশ আত্মবিশ্বাসী। বিয়ে, সংসার কিংবা পেশাজীবন— কোনো কিছু নিয়েই দ্বিধায় নেই তিনি। তার মতে, একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটা ঠিক করে দেওয়ার কেউ নেই। আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব। অভিনয় ও সংসার একসঙ্গে চালানো যায়, আমি সেটার উদাহরণ।’
তাসনিয়া ফারিণ এখন একাধারে ব্যস্ত অভিনেত্রী, স্ত্রী এবং দায়িত্বশীল মানুষ। তাহসানের সঙ্গে নাম জড়ানোর মতো অতীত গুঞ্জন এখন তার কাছে কেবলই ভুল বোঝাবুঝি। সময়ের সঙ্গে সেই অধ্যায় শেষ করে তিনি মন দিয়েছেন কাজ ও জীবনের ভারসাম্যে।
বিজ্ঞাপন
তার ভাষায়, ‘আমি চাই মানুষ আমার অভিনয় নিয়েই কথা বলুক, গুঞ্জন নয়।,








