যে কারণে অপু বিশ্বাসের সঙ্গে কাজ বন্ধ করলেন গৌতম সাহা

দেশের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা দীর্ঘদিন ধরে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করেছেন। তাদের জুটি ছিল শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, আর একসঙ্গে কাজ করছেন না তারা। কেন এই পরিবর্তন—সেই কারণ জানালেন গৌতম নিজেই।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গৌতম বলেন, ‘অপুর সঙ্গে এখন কোনো কাজ করছি না। কারণ, আমি ওর ওপর রাগ করেছি। কেন রাগ করেছি সেটা আমি বলতে চাই না। অনেকে ভাবছেন অপু আমাকে এড়িয়ে গেছে—আসলে বিষয়টা উল্টো, আমিই কাজ বন্ধ করেছি। এর সাক্ষীও আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সম্পর্ক ভাইবোনের মতো। তাই মনোমালিন্য হওয়া অস্বাভাবিক নয়। তবে এর মানে এই নয় যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। বিশেষ দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই, সম্পর্কটা এখনও ভালো আছে।’
বিজ্ঞাপন
নিজের পেশা প্রসঙ্গে গৌতম বলেন, ‘অনেকে মনে করেন আমি শুধু অপু বা বুবলীদের মতো বড় তারকাদের নিয়েই কাজ করি, এটা ঠিক নয়। আমি কাজ করি প্রকল্পের প্রয়োজনে। ক্লায়েন্ট যদি কাউকে বলেন, আমি তার সঙ্গেই কাজ করি। আবার ক্লায়েন্ট যদি আমাকে স্বাধীনতা দেন, তখন আমি নিজের পছন্দের মডেল বা অভিনেত্রীকে নিই।’
ভবিষ্যতে অপু বিশ্বাসের সঙ্গে কাজের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাগের কারণে এখন পর্যন্ত ওকে কাজে নিইনি। এখনো কোনো প্রজেক্টে ফোনও করিনি। তবে ভবিষ্যতে কী হবে, সেটা সময়ই বলে দেবে।’
আরও পড়ুন: শুভ জন্মদিন ঐশ্বরিয়া রাই বচ্চন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ফ্যাশন ও গ্ল্যামার জগতে গৌতম সাহা পোশাক, মেকআপ ও ভিজ্যুয়াল উপস্থাপনায় তার নিজস্ব স্বকীয়তার জন্য পরিচিত। অপু বিশ্বাস, বুবলী, দীঘি, মিমসহ বহু তারকার সঙ্গে কাজ করেছেন তিনি।








