Logo

সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না : হিমি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৫, ২৩:১৯
33Shares
সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না : হিমি
ছবি: সংগৃহীত

সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় নায়কা জান্নাতুল সুমাইয়া হিমি। জিবনের শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। দিনে দিনে তার অভিনয় দিয়ে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন।

বিজ্ঞাপন

নাটকের কাজে বরাবরের মতোই ব্যস্ত আছেন হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন অভিনেত্রী। সেখানে এক ঠান্ডা চরিত্রের অভিনয়ে আছেন তিনি। যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশ পরিচিতি রয়েছে হিমির।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানান কিছু নিয়ে কথা বলেনজান্নাতুল সুমাইয়া হিমি। ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে তিনি বলেন, ‘বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।’

নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন তিনি। হিমি জানান, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনয়ের। কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে, ভাবেননি। হিমির কথায়, ‘ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। এটাকে পেশা হিসেবে নেব, এখান থেকে আয় করব, সেটা কখনো ভাবিনি। ১০ বছর ধরে অভিনয় করছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনয়ে কোনো ক্লান্তি নেই অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। এমনকি টাকার কথাও ভাবেন না তেমন অভিনয়ের ক্ষেত্রে। অভিনেত্রীর কথায়, ‘প্রথমদিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি। তখনও ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি। এখন পেশাদার অভিনয়শিল্পী, কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।’

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD