বিমানবন্দরে রণবীরকে ঘিরে উচ্ছ্বাস, দীপিকার মুচকি হাসিই বলে দিল সব

বলিউডে ফের দুর্দান্ত সময় পার করছেন রণবীর সিং। তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমাটি বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে, যার মাধ্যমে সাম্প্রতিক মন্দ সময়ও কাটিয়ে উঠেছেন এই অভিনেতা। এমন সাফল্যের আবহেই স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে জনসমক্ষে হাজির হলেন রণবীর।
বিজ্ঞাপন
মুম্বাই বিমানবন্দরে নামতেই তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। রণবীরকে দেখামাত্রই ভক্ত ও আলোকচিত্রীরা ‘ধুরন্ধর’ ধ্বনিতে বিমানবন্দর মুখর করে তোলেন। সেই উচ্ছ্বাস চোখ এড়ায়নি দীপিকারও। স্বামীর সাফল্যে ভক্তদের এমন আবেগ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভক্তদের স্লোগানের মাঝেই দীপিকা রণবীরের দিকে তাকিয়ে মুচকি হাসেন। এরপর স্বামীর হাত ধরে ধীর পায়ে এগিয়ে যান তিনি। বিমানবন্দরে বরাবরের মতোই একে অপরের হাত ধরে হাঁটতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
আরও পড়ুন: বর্তমানে যেভাবে সময় কাটছে তাহসানের
বিজ্ঞাপন
ঘনিষ্ঠ সূত্রের দাবি, নববর্ষ উপলক্ষে বিদেশে এক ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রণবীর ও দীপিকা। সেখানেই কিছুদিন একান্ত সময় কাটিয়ে দেশে ফিরেছেন তারা।
ছুটি শেষে ফিরলেও বক্স অফিসে রণবীরের রাজত্ব এখনও অটুট। মুক্তির ষষ্ঠ সপ্তাহেও ‘ধুরন্ধর’ সিনেমার বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহেই এই ছবির আয় ৭৭৫ কোটি রুপির মাইলফলক ছুঁতে পারে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, রণবীর সিংয়ের আগের কয়েকটি ছবি প্রত্যাশা পূরণ করতে না পারলেও ‘ধুরন্ধর’ তাকে আবারও বক্স অফিসের সফল নায়কের কাতারে ফিরিয়ে এনেছে। ছবিটির রেকর্ড ভাঙা সাফল্য ও আন্তর্জাতিক বাজারে দাপট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে।








