বর্তমানে যেভাবে সময় কাটছে তাহসানের

ব্যক্তিগত জীবনের একটি কঠিন সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করার পর নিজের বর্তমান অবস্থার কথাও প্রকাশ্যে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে তাহসান কোথায় আছেন এবং কীভাবে দিন কাটাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে তিনি জানান, এখন বেশিরভাগ সময় একা একাই কাটছে তার। কখনো দেশের ভেতরে, কখনো দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
এই সময়টায় কী তাকে মানসিকভাবে শক্ত রাখছে—এ প্রশ্নে তাহসানের উত্তর, ভ্রমণের ফাঁকে বই পড়াই এখন তার প্রধান অবলম্বন। তিনি বলেন, “ঘুরছি, পড়ছি—এই দুটোতেই সময় কেটে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে কাছের সঙ্গী।”
বিজ্ঞাপন
শুধু মানসিক নয়, শারীরিকভাবেও কিছুটা ভুগছেন বলে জানান এই শিল্পী। তবে অসুস্থতার বিস্তারিত কারণ আপাতত প্রকাশ্যে আনতে চান না তিনি। সে কারণেই সরাসরি ফোনে কথা বলার চেয়ে হোয়াটসঅ্যাপে লিখে যোগাযোগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলেও জানান তাহসান।
কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও ভক্তদের কথা ভুলে যাননি তিনি। সবার কাছে দোয়া চেয়ে তাহসান বলেন, “দোয়া করবেন, যেন দ্রুত এই সময়টা পার করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।”








