আবিদা পারভীনের মৃত্যুর গুজব নাকচ করল পরিবার

পাকিস্তানের প্রখ্যাত সুফি শিল্পী আবিদা পারভীনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শিল্পীর পরিবার।
বিজ্ঞাপন
পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান-এর বরাতে জানা যায়, আবিদা পারভীনের কন্যা স্পষ্টভাবে জানিয়েছেন—তার মা সুস্থ আছেন এবং নিরাপদ রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও জানান তিনি।
গুজবের সূত্র সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আবিদা পারভীনের মেয়ে বলেন, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামের এক নারীর মৃত্যু হয়। নামের মিল থাকায় এবং বিষয়টি যাচাই না করেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এই ভুল তথ্য ছড়িয়ে পড়ায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি পরিষ্কার করতে শিল্পীর পরিবার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো খবর বিশ্বাস করা উচিত নয়। একই সঙ্গে যাচাই ছাড়া সংবাদ প্রচার না করতে এবং শিল্পী ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।
বিশ্বজুড়ে সুফি সংগীতের এক অনন্য কণ্ঠ হিসেবে পরিচিত আবিদা পারভীনের নাম ঘিরে এর আগেও একাধিকবার অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়েছে। প্রতিবারই পরিবার সেসব খবরকে মিথ্যা বলে নিশ্চিত করেছে।








