‘ব্লাডি মেরি’ হয়ে পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপরা

আন্তর্জাতিক পর্দায় ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপরা ফের একবার দারুণ রূপে হাজির হতে যাচ্ছেন। নতুন বছরেই তার আগাম বার্তা নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘দ্য ব্লাফ’।
বিজ্ঞাপন
সিনেমার ফার্স্ট লুকে প্রিয়াঙ্কাকে দেখা গেছে জলদস্যুর সাজে, রক্তে ভেজা শরীর ও চোখে-মুখে প্রতিহিংসার ছাপ নিয়ে হাতে তরবারি ধরে। সমুদ্রসৈকতে হলিউড অভিনেতা কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ার দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার হওয়ার পর ভক্তরা তাকে ‘লেডি জ্যাক স্প্যারো’ হিসেবে উপাধি দিয়েছেন।
‘দ্য ব্লাফ’-এর কেন্দ্রীয় চরিত্র এরসেল বডেন বা ‘ব্লাডি মেরি’ একসময় সমুদ্রে রাজত্ব করা এক শক্তিশালী জলদস্যু। কিন্তু মাতৃত্বের শান্ত জীবন বেছে নিলেও অতীত তাকে ছাড়ে না। প্রাক্তন দস্যু দলের হামলার মুখে তার সন্তানদের রক্ষা করতে আবারও রণং দেহি রূপে ফিরে আসতে হয়।
বিজ্ঞাপন
প্রিয়াঙ্কা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করে লিখেছেন, মা, রক্ষক, জলদস্যু। আলাপ করুন ‘ব্লাডি মেরি’র সঙ্গে।
প্রিয়াঙ্কার এই আগ্রাসী রূপ দেখে অভিভূত হয়েছেন তার স্বামী ও পপ তারকা নিক জোনাস। বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া প্রিয়াঙ্কা এর আগে ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ও ‘সিটাডেল’-এ অ্যাকশন দেখালেও ‘দ্য ব্লাফ’-এ তার চরিত্রের কৌশল, নৈপুণ্য ও নিষ্ঠুরতা ভিন্ন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
এই বহুল প্রতীক্ষিত সিনেমা ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিভাবে প্রিয়াঙ্কা পর্দায় আবারও তার দুর্দান্ত অ্যাকশন ও রোমাঞ্চ উপহার দেবেন।








