Logo

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩০
আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান
ছবি: সংগৃহীত

হাড়কাঁপানো শীতে যখন মানুষ গরম কাপড় আর কম্বলে নিজেকে মুড়িয়ে রাখছে, ঠিক তখনই ব্যতিক্রমী এক দৃশ্যে আলোচনায় এলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শীতের মধ্যেই সুইমিংপুলে নেমে জলকেলিতে মেতে উঠেছেন তিনি, আর সেই মুহূর্তের ছবিই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে দেখা যায়, একটি সি-ভিউ হোটেলের সুইমিংপুলে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। নীল আকাশ, খোলা পরিবেশ আর পানির ধারে তার উচ্ছল উপস্থিতি—সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে প্রাণবন্ত এক সাদিয়া। পরনে ছিল গোলাপি টি-শার্ট, চোখে রোদচশমা; পুরো লুকে ছিল স্বচ্ছন্দ ও ফুরফুরে ভাব।

ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া আয়মান লেখেন, ‘আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!’

বিজ্ঞাপন

এই একটি লাইনের মধ্যেই যেন ধরা পড়েছে তার মেজাজ আর মুহূর্তের অনুভূতি, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সারা দেশে যখন শীতের তীব্রতা অনুভূত হচ্ছে, তখন পানিতে নামার এই সাহসী সিদ্ধান্ত ভক্তদের বিস্মিত করেছে। ছবিগুলোতে মুহূর্তেই মন্তব্যের ঝড় ওঠে। কেউ মজা করে লিখেছেন, ‘তোমার রূপে শীতই পালিয়ে গেছে!’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘এগুলো কি গরমের সময়ের ছবি?’—সব মিলিয়ে ভক্তদের প্রতিক্রিয়ায় জমে ওঠে আলোচনা।

ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা অর্জন করেছেন সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স ও সাবলীল উপস্থিতি তাকে আলাদা করে চিনিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, যা তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে।

বিজ্ঞাপন

এর আগেও ভিন্ন লুকে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে হাজির হয়ে প্রশংসা কুড়ান তিনি। তবে সাদিয়ার আকর্ষণ কেবল রূপেই সীমাবদ্ধ নয়; অভিনয়গুণ দিয়েও তিনি নিজের অবস্থান শক্ত করেছেন।

২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’-এ তার অভিনয় দর্শক মহলে ইতিবাচক সাড়া ফেলে। পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকগুলোতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, শীতের মধ্যেও সাদিয়া আয়মানের এই জলকেলি শুধু একটি ছবি শেয়ার নয়—বরং ভক্তদের কাছে আবারও প্রমাণ করল, তিনি জানেন কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD