Logo

ট্রাম্পকে ব্যঙ্গ করে সেরা পুরস্কার জিতলেন সেই উপস্থাপক

profile picture
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৬, ১৫:২৮
ট্রাম্পকে ব্যঙ্গ করে সেরা পুরস্কার জিতলেন সেই উপস্থাপক
ছবি: সংগৃহীত

মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল আবারও আন্তর্জাতিক মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে পর্দায় ব্যঙ্গ করার জন্য পরিচিত কিমেল এবার ৩১তম বার্ষিক ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ সেরা টক শোর পুরস্কার জিতেছেন। তার অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ এই স্বীকৃতি অর্জন করেছে।

বিজ্ঞাপন

পুরস্কার গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে কিমেল ফের ট্রাম্পকে ব্যঙ্গ করেন। তিনি বলেন, আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে। তিনি না থাকলে আজ রাতে আমাদের খালি হাতে বাড়ি ফিরতে হতো।

কিমেল আরও যোগ করেন, মিস্টার প্রেসিডেন্ট, প্রতিদিন আপনি যেসব হাস্যকর কাণ্ড ঘটাচ্ছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ছিল দারুণ। আবার সম্প্রচারে ফিরে এসে আপনার এসব কাণ্ড নিয়ে কথা বলার জন্য আমরা মুখিয়ে আছি।

বিজ্ঞাপন

এই সময় তিনি তাঁর শো-এর লেখক, অভিনয়শিল্পী এবং প্রযোজকদেরও ধন্যবাদ জানান এবং বর্তমান পরিস্থিতিতে বাকস্বাধীনতার গুরুত্ব স্মরণ করান।

জিমি কিমেল ও ডোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে পরিচিত। ট্রাম্প সামাজিক মাধ্যমে কিমেলকে ‘অযোগ্য’ বা ‘বাজে সঞ্চালক’ বলে আক্রমণ করেছেন, কিমেলও পাল্টা বিদ্রূপ করেছেন। এমনকি অস্কারের মতো বড় মঞ্চেও তিনি ট্রাম্পের নীতি ও আচরণের সমালোচনা করেছেন। কিমেলের এই স্যাটায়ার ও ব্যঙ্গাত্মক উপস্থাপনা তাঁর শো-এর প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত।

‘জিমি কিমেল লাইভ’ মূলত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-তে প্রচারিত একটি জনপ্রিয় লেট-নাইট টক শো। ২০০৩ সাল থেকে প্রচারিত এই অনুষ্ঠানে কিমেল মার্কিন রাজনীতি ও সমসাময়িক ঘটনার ওপর নিয়মিত ব্যঙ্গাত্মক আলোচনা করেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে কিমেলের আলাদা পরিচিতি রয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে, ২০২৪ সালের অস্কারের মঞ্চে ট্রাম্পকে সমালোচনা করার জবাবে কিমেলের পাল্টা মন্তব্য ভাইরাল হয়েছিল। এছাড়া তিনি সম্প্রতি ডিজনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন, যা মার্কিন দর্শকদের কাছে তাঁর প্রভাবকে আরও শক্তিশালী করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD