Logo

২৫ বছর পর আসছে ‘নায়ক’-এর সিক্যুয়েল

profile picture
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৬, ১৫:১১
২৫ বছর পর আসছে ‘নায়ক’-এর সিক্যুয়েল
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৫ বছর পর বলিউডের জনপ্রিয় সিনেমা ‘নায়ক: দ্য রিয়াল হিরো’ পর্দায় ফিরছে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই রাজনৈতিক থ্রিলার ছবির দ্বিতীয় কিস্তি ‘নায়ক টু’ নির্মাণের ঘোষণা এসেছে। তবে নতুন ছবিতে মূল চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘নায়ক টু’ সিনেমার কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিচালক দীপক মুকুট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, এবারের কিস্তিতে অনিল কাপুর সহ-প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন।

তবে দর্শকদের প্রিয় চরিত্র শিবাজী রাও-র ভূমিকায় অনিল কাপুরকে দেখা যাবে কি না, সে বিষয়ে পরিচালক এখনও স্পষ্ট তথ্য দেননি। কাস্টিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে প্রজেক্টটি নিয়ে বড় পরিকল্পনা চলছে।

বিজ্ঞাপন

২০০১ সালে মুক্তি পাওয়া এস শঙ্কর পরিচালিত ‘নায়ক’ সিনেমা বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করেছিল। সাংবাদিক থেকে এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্পটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখার্জি।

দীর্ঘ আড়াই দশক পর সিক্যুয়েলের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে। তবে অনিল কাপুর নিজে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD