Logo

ধর্মেন্দ্রর স্মরণসভা নিয়ে বিভ্রান্তি, হেমা মালিনী জানালেন কারণ

profile picture
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৬, ১৫:২১
ধর্মেন্দ্রর স্মরণসভা নিয়ে বিভ্রান্তি, হেমা মালিনী জানালেন কারণ
ছবি: সংগৃহীত

প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র-র স্মরণে দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী পৃথক অনুষ্ঠান আয়োজন করেন। এই সিদ্ধান্তকে ঘিরে দেওল পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন শুরু হয়। দুই ছেলে সানি ও ববি দেওল কর্তৃক আয়োজিত স্মরণসভায় হেমা ও তার কন্যারা উপস্থিত ছিলেন না। তেমনি হেমা মালিনীর আয়োজনেও দেখা যায়নি সানি-ববিকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হেমা মালিনী ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই দূরত্ব কোনো পারিবারিক ভাঙনের কারণে নয়। তিনি বলেন, এটি আমাদের পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়। আমার পরিচিত এবং পরিমণ্ডল কিছুটা আলাদা। যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত, তাই দিল্লিতে আমার সহকর্মী ও বন্ধুদের জন্য একটি স্মরণসভার আয়োজন করেছিলাম। এছাড়া আমার নির্বাচনী এলাকা মথুরার মানুষের আবেগের কথা ভেবে সেখানেও আলাদা আয়োজন করতে হয়েছে।

হেমা আরও বলেন, পরিবারে কোনো ভাঙন নেই এবং প্রত্যেকেই নিজ নিজভাবে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের ‘হিম্যান’ খ্যাত ধর্মেন্দ্র। এরপর ৩ ডিসেম্বর হরিদ্বারে তাঁর অস্থি বিসর্জন হয়। শেষকৃত্য ও পরবর্তী ধর্মীয় আচারগুলোতে দুই পরিবারের সদস্যদের একসঙ্গে না দেখায় বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়।

হেমা মালিনী জানালেন, ধর্মেন্দ্রর স্মৃতি ধরে রাখতে সানি দেওল একটি বড় ধরনের উদ্যোগ নিচ্ছেন। মুম্বাইয়ের লোনাভেলায় অভিনেতার ১০০ একর জমির ফার্মহাউসকে মিউজিয়াম বা জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা চলছে। হেমা বলেন, এটি ধর্মেন্দ্রের অনুরাগীদের জন্য একটি বিশেষ উপহার হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD