Logo

নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে : হিনা খান

profile picture
বিনোদন ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৬, ১৬:১২
নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে : হিনা খান
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান বর্তমানে শারীরিক সমস্যার সম্মুখীন। স্তন ক্যানসারের দীর্ঘ লড়াই শেষে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি এর মাঝেই ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এবার আর ক্যানসার নয় বরং বায়ুদূষণের কবলে পড়ে শ্বাসকষ্টে ভুগছেন।

বিজ্ঞাপন

হিনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি জানান, তিনি জানান, মুম্বাইয়ের বর্তমান বায়ুমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তার শরীরে। হিনা জানান, বাতাসের মান ২০৯ ছাড়িয়ে যাওয়ায় তার নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে।

নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি লেখেন, ‘নিঃশ্বাস নিতে পারছি না। বাইরে গিয়ে কাজ করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সারাক্ষণ কাশি হচ্ছে। বিশেষ করে সকালের দিকে কষ্টটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে।’

বিজ্ঞাপন

২০২৪ সালে হিনা খান প্রথম তার স্তন ক্যানসারের কথা ভক্তদের জানান। এরপর থেকে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন তিনি। কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা আর শারীরিক পরিবর্তনের মাঝেও হার মানেননি তিনি।

গত বছরই তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। একদিকে দাম্পত্য জীবন আর অন্যদিকে ক্যানসারের চিকিৎসা- সব মিলিয়ে এক কঠিন সময় পার করছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে হিনা জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার যন্ত্রণা তাকে মাঝেমধ্যে হতাশ করে তোলে। তবে পরিবারের সাপোর্ট আর ভক্তদের ভালোবাসায় তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD