Logo

পাপারাজ্জিদের ‘জোর করে’ মদ খাওয়াতেন সঞ্জয় দত্ত!

profile picture
বিনোদন ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৫
পাপারাজ্জিদের ‘জোর করে’ মদ খাওয়াতেন সঞ্জয় দত্ত!
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশক থেকে বলিউডের তারকাদের নৈকট্যভিত্তিক চিত্র ধারণ করেছেন প্রখ্যাত পাপারাজ্জি বরিন্দর চাওলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন সঞ্জয় দত্তের সঙ্গে নিজের স্মৃতিগুলো, যেখানে যেমন উঠে এসেছে তারকার দাপট, তেমনই মানবিকতার উজ্জ্বল দিক।

বিজ্ঞাপন

বরিন্দরের কথায়, শুটিং চলাকালীন প্রায়ই সঞ্জয় নিজেই পাপারাজ্জিদের ডাকতেন। মজার ছলে তিনি জিজ্ঞেস করতেন, “এই, এদিকে আয়… তুই কি মদ খাস?”

যারা তখন কাজের মধ্যে থাকতেন, তারা অস্বীকার করলেও, সঞ্জয়ের দাপট ও আবেদন শেষ পর্যন্ত সবাইকে আড্ডায় বসিয়ে দিত। এমনকি বাড়ির বাইরেও একসাথে বসে পান করার স্মৃতি আছে বরিন্দরের।

বিজ্ঞাপন

তবে শুধু দাপটই নয়, বরিন্দরের জীবনে একবার সঞ্জয় দত্ত ত্রাতার ভূমিকায় এসেছিলেন। পেশাগত জীবনের শুরুতে বরিন্দর একটি সেকেন্ড-হ্যান্ড মারুতি কিনেছিলেন। ফিল্মিস্তানের শুটের সময় ভুলবশত তার ভ্যানিটি ভ্যানে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সঞ্জয়ের লোকজন ক্ষতিপূরণের দাবি তোলে, যা গাড়ির মূল দামের তুলনায় অনেক বেশি।

বরিন্দরের স্মৃতিতে সেই মুহূর্তটি ভয়াবহ। ঠিক তখন সঞ্জয় নিজে নেমে এসে বললেন, “ওকে যেতে দাও।”

বরিন্দর তখন অনুভব করেন, সঞ্জয় দত্ত সত্যিই মানুষ হিসেবে শান্ত, ঠান্ডা এবং চিল।

বিজ্ঞাপন

পেশাগত দিক থেকেও সঞ্জয় দত্তের সময় দারুণ যাচ্ছে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। বিশাল স্কেল ও টানটান গল্পের জোরে ছবিটি ১,১০০ কোটি টাকার আয় ছাড়িয়েছে। বর্তমানে এটি বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, শীর্ষে রয়েছে আমির খানের ‘দঙ্গল’।

যদিও ‘ধুরন্ধর’-এ সঞ্জয়ের উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, ইন্ডাস্ট্রি সূত্র জানিয়েছে, সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এ তার চরিত্র আরও গুরুত্বপূর্ণ হবে। ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ, ২০২৬, যেখানে বক্স অফিসে মুখোমুখি হবে যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে।

বিজ্ঞাপন

তাদের জন্য যারা প্রেক্ষাগৃহে যেতে পারেননি, সুখবর—চলতি মাসের শেষের দিকে ছবিটি নেটফ্লিক্সেও মুক্তি পাবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD