Logo

প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের

profile picture
বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮
প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসের নতুন সিনেমা দ্য রাজা সাব প্রদর্শনের সময় ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে বিপজ্জনক কাণ্ড ঘটেছে। সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতর আগুন জ্বালিয়ে উল্লাস করতে দেখা গেছে একদল দর্শককে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের ভেতরে কিছু দর্শক উৎসবের কনফেটি বা রঙিন কাগজে আগুন ধরিয়ে আনন্দ প্রকাশ করছেন। বদ্ধ পরিবেশে এভাবে আগুন জ্বালানোয় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। নেটিজেনদের অনেকেই এ ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন।

এদিকে প্রভাসের ভক্তদের একাংশই এই আচরণে ক্ষুব্ধ। তাদের মতে, এ ধরনের উগ্র উল্লাস প্রিয় অভিনেতার ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা প্রভাস কিংবা সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গত শুক্রবার মুক্তি পাওয়া দ্য রাজা সাব নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। এর আগেও সিনেমাটির একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হওয়ার ঘটনায় আলোচনায় আসে ছবিটি। সর্বশেষ আগুন জ্বালানোর ঘটনায় আবারও বিতর্কের কেন্দ্রে চলে এলো সিনেমাটি।

মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। প্রভাসের অ্যাকশন ও নতুন লুক নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও প্রেক্ষাগৃহে বারবার এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD