Logo

এক বছর না পেরোতেই সংসার ভাঙছে তাহসান-রোজার

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৯:২১
এক বছর না পেরোতেই সংসার ভাঙছে তাহসান-রোজার
তাহসান-রোজা । ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় দাম্পত্য জীবন ভাঙনের পথে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার সংসার আর টেকেনি—এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তাহসান।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চললেও সম্প্রতি বিষয়টি স্বীকার করেন এই তারকা। তাহসানের ভাষ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী নন বলেও জানান।

তাহসান বলেন, খবরটি সত্য। আমরা আর একসঙ্গে নেই। উপযুক্ত সময় এলে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, তাদের বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় সত্যটি জানানো প্রয়োজন হয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। পেশায় মেকআপ আর্টিস্ট রোজা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে।

বিজ্ঞাপন

বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD