পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার নতুনভাবে আলোচনায় এসেছেন তার পোশাকের কারণে। মুম্বাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত আলিয়া পরেছিলেন এমন একটি শার্ট, যার বুকের কাছে হিন্দিতে সাদা সুতোয় লেখা ছিল ‘কাপুর’—স্বামী রণবীর কাপুর ও শ্বশুরবাড়ির পদবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।
বিজ্ঞাপন
ছিমছাম মেকআপ এবং আভিজাত্যপূর্ণ সাজে আলিয়ার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। নেটিজেনরা শারীর এই সূক্ষ্ম ইঙ্গিতকে উদাহরণ হিসেবে দেখেছেন, যেখানে ফ্যাশনের মাধ্যমে পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করা সম্ভব। অনেকেই মন্তব্য করেছেন, আলিয়া কাপুর পরিবারের ‘রানি’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও শুটিংয়ের কাজেও ব্যস্ত আলিয়া, তবুও সংসারকাজেও সমান মনোযোগ দেন। তার মা ও বোনের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও সম্পর্ক ভালো। রণবীর কাপুরের সঙ্গে ২০২২ সালে বিয়ে করার পর থেকে আলিয়া কাপুর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বর্তমানে যেভাবে সময় কাটছে তাহসানের
বলিউডের প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে কাপুর পরিবারকে অন্যতম হিসেবে ধরা হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখায় আলিয়া প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন।








