Logo

শেষ সিনেমা মুক্তির আগে বড় সংকটে থালাপতি বিজয়

profile picture
বিনোদন ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৬, ১৫:২৯
শেষ সিনেমা মুক্তির আগে বড় সংকটে থালাপতি বিজয়
ছবি: সংগৃহীত

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার ও সদ্য রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয়ের জন্য সময়টা মোটেই স্বস্তির নয়। নিজের অভিনীত শেষ সিনেমা মুক্তির আগমুহূর্তে গুরুতর আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর এক সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে এই তারকা অভিনেতাকে।

আগামী সোমবার (১২ জানুয়ারি) সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে থালাপতি বিজয়কে। বিষয়টি ঘিরে তামিলনাডুর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর। সেদিন তামিলনাডুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর প্রথম বৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়। রাজনীতিতে নতুন হলেও প্রিয় অভিনেতাকে একনজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় ওই সমাবেশে। তবে বিপুল জনসমাগম সামাল দিতে ব্যর্থ হন আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনী।

একপর্যায়ে নিয়ন্ত্রণহীন ভিড়ের চাপে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪১ জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। এই দুর্ঘটনা গোটা রাজ্যে তীব্র শোক ও ক্ষোভের জন্ম দেয়।

সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনাগত ঘাটতি নিয়ে প্রশ্ন ওঠার পর গত অক্টোবরেই বিষয়টিতে হস্তক্ষেপ করে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি জে কে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

এছাড়া তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আরও রয়েছেন দুজন অভিজ্ঞ আইপিএস কর্মকর্তা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের মতে, সিবিআই মূলত খতিয়ে দেখছে—সমাবেশের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থায় কী ধরনের ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের দায় কতটুকু। সেই সূত্র ধরেই আগামী সোমবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে বিজয়কে।

বিজ্ঞাপন

রাজনীতিতে পা রাখার শুরুতেই এমন ভয়াবহ ঘটনার দায়ভার ও আইনি প্রক্রিয়া থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এরই মধ্যে অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জননায়গন’ নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হওয়ার আগে এটিই যে তার শেষ চলচ্চিত্র—এমন ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

এদিকে ‘জননায়গন’ কি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’-র রিমেক—এ নিয়েও জোর আলোচনা চলছে। সিনেমাটি মুক্তি পেতে এখনও এক সপ্তাহ বাকি থাকলেও অফিসিয়াল ট্রেলার প্রকাশের আগেই আগাম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, একদিকে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত, অন্যদিকে ক্যারিয়ারের শেষ সিনেমার মুক্তি—এই দুই বিপরীত বাস্তবতার মাঝেই আপাতত কঠিন সময় পার করছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD