বছরব্যাপী ঋত্বিক কুমার ঘটকের জন্মশত বার্ষিকী উদযাপনের ঘোষণা

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই বছর, ২০২৫ সালের ৪ নভেম্বর তাঁর জন্মশতবার্ষিকী পূর্ণ হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী৪ নভেম্বর চলমান বছরব্যাপী “শতবর্ষী ঋত্বিক ঘটক” শীর্ষক আয়োজনটির ধারাবাহিকতার সূচনা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টা শুরু হবে।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ঋত্বিক কুমার ঘটকের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হবে। এছাড়া তার কালজয়ী চলচ্চিত্র “তিতাস একটি নদীর নাম” প্রদর্শন করা হবে। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক আকরাম খান, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি এবং প্রামাণ্যচিত্র নির্মাতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক শাহীন দিল রিয়াজ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
আরও পড়ুন: আবারও এমপি পদে নির্বাচনে লড়বেন হিরো আলম
ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম পথপ্রদর্শক। দেশভাগ থিমের ওপর নির্মিত ত্রয়ী সিনেমার জন্য তিনি বিশ্বজুড়ে স্বীকৃত। তার ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ ও ‘সুবর্ণরেখা চলচ্চিত্রগুলি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অঙ্গ।
বিজ্ঞাপন
আয়োজনটি সফল করতে সকলেক চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের স্ববান্ধবে আমন্ত্রণ জানানো হয়েছে।








