Logo

জায়েদ খানের ‘গোপন তথ্য’ ফাঁস করেন নুসরাত ফারিয়া

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৮:৫৫
5Shares
জায়েদ খানের ‘গোপন তথ্য’ ফাঁস করেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

ঢালিউড চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার এক মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এ অভিনেত্রী। সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খানের টকশোতে অতিথি হয়েছিলেন ফারিয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এসে সহকর্মী জায়েদ খান সম্পর্কে এক ‘গোপন তথ্য’ ফাঁস করেন ফারিয়া। তিনি জানান, জায়েদ খান এখন বাংলাদেশের অর্ধেক মেয়ের কাছেই ‘ফেভারিট’!

নুসরাত ফারিয়া সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়েই তিনি জায়েদ খানের প্রশংসা শুরু করেন। ফারিয়া বলেন, ‘জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!’

বিজ্ঞাপন

জায়েদ খানের ব্যক্তিত্বের প্রশংসায় ফারিয়া আরও যোগ করেন, ‘আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও ওনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।’

কানাডা সফরের একটি মজার ঘটনাও শেয়ার করেন ‘পাটাকা’ গায়িকা। তার ভাষায়, “একদিন জায়েদ খান বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD