Logo

‘ছাভা’ ছবিতে নতুন লুকে নজর কারলেন রাশমিকা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৫, ২৪:১৬
40Shares
‘ছাভা’ ছবিতে নতুন লুকে নজর কারলেন রাশমিকা
ছবি: সংগৃহীত

তেলেগু, কন্নড় ও তামিল ভাষার অসংখ্য হিট ছবি উপহার দিয়ে এবার বলিউড কাঁপাচ্ছেন

বিজ্ঞাপন

তেলেগু, কন্নড় ও তামিল  ভাষার অসংখ্য হিট ছবি উপহার দিয়ে এবার বলিউড কাঁপাচ্ছেন  দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে , মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক। সেখানে তার মারাঠি রানি রূপে ধরা দিয়েছেন। এ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে দেখা যায়, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রয়েছেন অভিনেত্রীর। মাথায় ঘোমটা, কপালে বড় লাল টিপ, নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যশুবাই।

বিজ্ঞাপন

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দাকাকে দেখা যাবে সেই যশুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।’

বিজ্ঞাপন

আগামী ১৪ ফেব্রুয়ারি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া সিনেমাটি মুক্তি পাবে। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি ও রাশমিকা। এবারি প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD