এক মঞ্চে আলি আজমত-জেমসের অপেক্ষায় দর্শক

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত ও নাগরবাউল জেমস’।
বিজ্ঞাপন
প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই রক আইকন— জুনুন ব্যান্ডের আলি আজমত এবং বাংলাদেশের নগর বাউল জেমস। দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের কাছে এই আয়োজনকে ঘিরে এখন তুমুল আগ্রহ বিরাজ করছে।
আরও পড়ুন: প্রশ্ন করবেন না, সব বলব: পরীমনি
ইভেন্টটি আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন, প্রধান সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে স্টেট মিডিয়া।
বিজ্ঞাপন
অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা জানান, “দর্শকদের যে উদ্দীপনা আমরা পাচ্ছি, তা সত্যিই অসাধারণ। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে অনেক ভালো চলছে। আমরা নিশ্চিত, এই রাত ঢাকার সংগীত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের সাউন্ড, লাইটিং ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যেন সবাই একটি অনন্য অভিজ্ঞতা পান।
বিজ্ঞাপন
কনসার্টের টিকিট বিক্রি চলছে অনলাইনে www.getsetrock.com








