Logo

নিজের সময়েই কাজ করি, কেউ প্রশ্ন তোলে না: শুভশ্রী

profile picture
বিনোদন ডেস্ক
৬ নভেম্বর, ২০২৫, ১২:২১
5Shares
নিজের সময়েই কাজ করি, কেউ প্রশ্ন তোলে না: শুভশ্রী
শুভশ্রী গাঙ্গুলী । ছবি: সংগৃহীত

টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের পর তার কাজের সময়সূচি ও কর্মসংস্কৃতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

আলোচনার সূত্রপাত হয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বক্তব্য থেকে—যেখানে দীপিকা দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিতে সরব হয়েছিলেন।

এই প্রসঙ্গে শুভশ্রী জানান, দীপিকার আগে তিনি-ই মা হয়েছেন, আর সন্তান হওয়ার পর থেকেই নিজস্ব সময়সূচি অনুযায়ী কাজ করে আসছেন।

বিজ্ঞাপন

শুভশ্রী বলেন, ‘টালিগঞ্জ আর মুম্বাইয়ের কাজের পদ্ধতি আলাদা। এখানে বাজেট ও সুবিধা দুটোই সীমিত। তবুও আমি মা হওয়ার পর যে সময় ঠিক করেছি, পরিচালক-প্রযোজকেরা সেটাই মানেন। কেউ প্রশ্ন তোলেনি, কেউ বিরোধও করেনি।’

তিনি জানান, কাজের জন্য অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন পড়লেও তিনি তা করেন না। নির্দিষ্ট সময়ের বাইরে শুটিং না করাই এখন তার নীতি।

শুভশ্রী বলেন, ‘আমি প্রতিদিন কত ঘণ্টা কাজ করব—এটা আগে থেকেই পরিষ্কার। এজন্য কখনো কোনও কাজ হাতছাড়া হয়নি। বরং সবাই সম্মান দেখিয়েছে।’

বিজ্ঞাপন

টালিগঞ্জে দৈনিক ২০ ঘণ্টা কাজ, এমন প্রচলিত ধারণাকে শুভশ্রী কিছুটা অতিরঞ্জিত বলে মনে করেন। তার মতে, কাজের চাপে ক্লান্তি আসতেই পারে, কিন্তু মা হিসেবে ব্যক্তিগত সময়কে অগ্রাধিকার দেওয়াটা স্বাভাবিক এবং তা মানতে ইন্ডাস্ট্রিও প্রস্তুত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD