অভিনয়ই আমার মূল ফোকাস, মাধ্যম নয়: পারসা ইভানা

মডেল ও অভিনেত্রী পারসা ইভানা যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি শর্ট কোর্স শেষ করেছেন। এছাড়াও তিনি ‘স্টেপস অন ব্রডওয়ে’ থেকে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে দেশে অবস্থানরত পারসা বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন, তবে সম্প্রতি বড় কোনো অভিনয় প্রকল্পে তাকে দেখা যায়নি।
বিজ্ঞাপন
পারসা জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ঘুরাঘুরি, কিন্তু সেই সময়ে সময়টিকে শিক্ষামূলক কাজে ব্যবহার করার চিন্তা আসে।
আরও পড়ুন: এবার শাকিব খান ফের বিপিএলে দল কিনলেন
তিনি বলেন, আমি ঘুরতে গিয়েছিলাম, কিন্তু অভিনয় এবং নাচের প্রশিক্ষণও নিয়েছিলাম। এটি আমাকে অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ করেছে। অভিনয়ে শৃঙ্খলা, এক্সপ্রেশন ও ইমোশন–এসব বিষয় শিখেছি। আমার শিক্ষক বলেছিলেন, নিজের মতো হও, অন্য কারও মতো হতে যেও না। এটি অনুসরণ করলে শিল্পী হিসেবে সত্যিই সমৃদ্ধ হওয়া সম্ভব।
বিজ্ঞাপন

দেশে ফিরে পারসা বেশ কিছু সময় বিশ্রামে ছিলেন। তিনি বলেছেন, ফটোশুট করেছি, কিন্তু বড় কোনো কাজ এখনও হাতে নেই। কিছু প্রস্তাব চলছে, ভালো কিছু হলে শিগগিরই নতুন খবর জানাব। আমি চাই এমন একটি কাজ দিয়ে ফিরতে যা আমার জন্য নতুন সূচনা হবে।
ধারাবাহিক ‘ব্যাচেল পয়েন্ট’-এর পঞ্চম সিজনে পারসার অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, চতুর্থ সিজনে আমার চরিত্র শেষ হয়েছিল। পরিচালক যদি মনে করেন পরের সিজনে চরিত্রটি ফিরবে, তবে দেখা যেতে পারে। তবে আমি না থাকলেও সিরিজে আমার উপস্থিতি রয়ে গেছে।
বিজ্ঞাপন
সিনেমার বিষয়ে প্রশ্ন করা হলে পারসা বলেন, অনেকেই সিনেমা করছে বলে আমাকেও করতে হবে–এটা ঠিক নয়। তবে পরিচালক যদি আমাকে কোনো গল্পে উপযুক্ত মনে করেন, অবশ্যই কাজ করব। অভিনয়ই আমার মূল ফোকাস, মাধ্যম নয়। গল্প ও চরিত্র যদি ভালো লাগে, সেটা ইউটিউব, ওটিটি বা বড় পর্দা– যেখানেই হোক, অভিনয় করব। আমাদের দেশে এখন দারুণ সিনেমা তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলছে।

পারসা ইভানা স্পষ্ট করেছেন, অভিনয়ই তার মূল লক্ষ্য, যে মাধ্যমেই হোক তিনি তা পালন করতে প্রস্তুত।








