Logo

মৃত্যুর পরও দেবতা-অসুরদের সঙ্গে মহাযুদ্ধ বাহুবলীর

profile picture
বিনোদন ডেস্ক
৬ নভেম্বর, ২০২৫, ১১:৩২
11Shares
মৃত্যুর পরও দেবতা-অসুরদের সঙ্গে মহাযুদ্ধ বাহুবলীর
ছবি: সংগৃহীত

দীর্ঘ দশ বছর পর আবারও জীবন্ত হয়ে উঠছে ভারতীয় সিনেমার কিংবদন্তি চরিত্র ‘অমরেন্দ্র বাহুবলী’। মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘বাহুবলী: দ্য ইটারনাল ওয়ার – পর্ব ১’–এর প্রথম টিজার, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

দুই মিনিট ২৭ সেকেন্ডের টিজারে দেখা যায়, মৃত্যুর পর বাহুবলীর আত্মা পরলোকের পথে যাত্রা করছে। সেখানে তিনি মহাদেবের মূর্তির সামনে নৃত্যরত অবস্থায় আত্মসমর্পণ করেন। এরপর দৃশ্য বদলে যায়—পাতাললোকের ধ্বংসস্তূপ নগরীতে দেবরাজ ইন্দ্র ও ভীষাসুরের ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। যুদ্ধের তীব্রতার মাঝে হঠাৎই উপস্থিত হন বাহুবলী—তার আবির্ভাবেই আলোড়ন ওঠে যুদ্ধক্ষেত্রে, যেন পুনর্জন্ম নেন মহাবীর বাহুবলী নিজেই।

টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা ও উত্তেজনা তুঙ্গে। অনেকেই লিখছেন, এই অ্যানিমেটেড সংস্করণই হতে পারে ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির এক নতুন যুগের সূচনা।

বিজ্ঞাপন

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অ্যানিমেশন পরিচালক ইশান শুক্লা, যিনি পূর্বে ‘স্টার ওয়ারস: ভিশনস’ এবং ‘দ্য ব্যান্ডিটস অব গোলক’–এর মতো প্রজেক্টে কাজ করেছেন। সম্প্রতি প্রভাস, রানা ডাগুবাতি এবং নির্মাতা এস. এস. রাজামৌলি একত্রে নতুন এই অ্যানিমেটেড সিনেমা নিয়ে আলোচনা করেন।

নায়ক প্রভাস জানিয়েছেন, ‘বাহুবলী: দ্য ইটারনাল ওয়ার’–এর বাজেট প্রায় ১২০ কোটি রুপি, যা এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যানিমেটেড প্রজেক্ট। তার আশা, ছবিটি মুক্তির পর দর্শকদের নতুন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে এবং বক্স অফিসে সাফল্যের নতুন রেকর্ড গড়বে।

এর আগে নির্মাতারা ‘বাহুবলী: দ্য এপিক’ নামে সিরিজটির পুনঃসম্পাদিত একক সংস্করণ মুক্তি দিয়েছিলেন, যেখানে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’—দুটি চলচ্চিত্র একত্রে প্রদর্শিত হয়। গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে সেই সংস্করণের মুক্তির সময়ই প্রদর্শিত হয় নতুন অ্যানিমেটেড ছবির টিজার।

বিজ্ঞাপন

এদিকে প্রভাসকে শিগগিরই দেখা যাবে নতুন ভৌতিক-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’–এ। মারুতি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক যুবকের গল্প, যে তার পৈতৃক ভিটে বিক্রি করতে গিয়ে জানতে পারে বাড়িটি তার মৃত দাদার আত্মার অধীনে। ছবিটিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালভিকা মোহনন, নিধি আগারওয়াল, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৯ জানুয়ারি।

তাছাড়া প্রভাস বর্তমানে আরও দুটি বড় বাজেটের সিনেমা ‘ফৌজি’ ও ‘স্পিরিট’–এর কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

চলচ্চিত্রপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন—মৃত্যুর পরও বাহুবলীর নতুন যাত্রা কেমন রহস্য উন্মোচন করে, আর দেবতা-অসুরদের সেই মহাযুদ্ধে কোন রূপে ফিরবেন বাহুবলী!

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

মৃত্যুর পরও দেবতা-অসুরদের সঙ্গে মহাযুদ্ধ বাহুবলীর