প্রশ্ন করবেন না, সব বলব: পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি মালয়েশিয়ায় বিশেষভাবে উদযাপন করেছেন তার জন্মদিন। ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া ১০ দিনের সফরে তার সঙ্গে ছিলেন কাছের কিছু বন্ধুবান্ধব। দীর্ঘদিনের পর এমন এক পরিকল্পিত বিদেশ সফর ছিল তার জীবনে প্রথম।
বিজ্ঞাপন
দেশে ফিরে জন্মদিন উপলক্ষে তিনি আয়োজন করেন এক ঘরোয়া অনুষ্ঠান। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর নোঙ্গর রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গণমাধ্যমকর্মী ও তার কাছের মানুষজন। সেখানে পরীমণি কথা বলেন তার অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ডোডোর গল্প’ নিয়ে।
দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে ‘ডোডোর গল্প’। পরীমণির ভাষায়, এটি শুধু একটি সিনেমা নয়—বরং তার জীবনেরই একটি আবেগময় অধ্যায়। প্রচারণা শুরু হতেই তিনি যেন ফিরে পেয়েছেন তার পুরোনো প্রাণচাঞ্চল্য।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছে যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য অনেক এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশন শুরু হয়েছে আপনাদের হাত ধরেই—এটাই সবচেয়ে আনন্দের।’
চলচ্চিত্রটির প্রতি তার অনুভূতিও বেশ গভীর। পরীমণি জানান, সিনেমাটিতে বয়সের এক দীর্ঘ যাত্রা তুলে ধরা হয়েছে—টিনএজ সময় থেকে পঞ্চাশোর্ধ্ব বয়স পর্যন্ত এক চরিত্রের রূপান্তর। চরিত্রের এই বহুমাত্রিকতা ফুটিয়ে তুলতে লুক ও আবেগের প্রকাশে তিনি দিয়েছেন নিজের সেরাটা।
পরী আরও বলেন, ‘এই লুকটা দেখার জন্য আমি নিজেও এক্সাইটেড—বিশেষ করে সিনেমার শেষ অংশটা নিয়ে।’
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি রসিকতা করে বলেন, ‘প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না… আমি অনেক কিছু বলে দেবো!’
দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই সরকারি অনুদানের সিনেমাটির শুটিং শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটাতে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘ডোডোর গল্প’।








