ক্যাটরিনার মা হওয়ার আগে ভিকি কৌশলের জীবনধারায় বড় পরিবর্তন

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায়। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, এই নভেম্বরের মধ্যেই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে পারে।
বিজ্ঞাপন
এর পাশাপাশি ভিকি নতুন সিনেমার প্রস্তুতিতেও ব্যস্ত। অভিনেতা সম্প্রতি মদ ও মাংস সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। যদিও এটা সন্তানকে কেন্দ্র করে নয়, বরং তার নতুন সিনেমা ‘মহাভারত’-এ পরশুরামের চরিত্রে অভিনয়ের জন্য তিনি শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন।
চলচ্চিত্রের পরিচালক অমর কৌশিক জানিয়েছেন, চরিত্রের জন্য শৃঙ্খলা বজায় রাখা ও জীবনধারায় পরিবর্তন আনা জরুরি ছিল। এমনকি পরিচালক নিজেও ছবির জন্য তার জীবনধারায় কিছু পরিবর্তন এনেছেন।
বিজ্ঞাপন
এর আগে বলিউডে রণবীর কাপুরও ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন। এবার সেই ধারায় এগিয়েছেন ভিকি কৌশল।








