Logo

‘না বুঝে অনেক কাজ করে ফেলেছি’

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭
11Shares
‘না বুঝে অনেক কাজ করে ফেলেছি’
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অভিনয় জগতে অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

নাটক, টেলিফিল্ম ও ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক কাজ করে আলোচনায় আসা এই তরুণী সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনের দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, ‘আমি যেখানে যাই ওটাই চমক।’

সংবাদ সম্মেলনে চমক বলেন, ‘আমার লাইফটাই তো চমক। এভরিডে ইজ চমক। চমক ইজ উইথ মি। আমি যেখানে যাই ওটাই চমক। চমককে এমন কোনো ফিল্ডে দেখা যেতে পারে যে ফিল্ডে চমক তাকে এক্সপ্লোরই করে নাই।’

কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি একচুয়ালি। যেমন, আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধহয় অনেক বড় একটা অর্জন হবে। কিন্তু আমার কাছে এখন জীবনের অর্জন সংজ্ঞাটা একটু বদলে গেছে।’

বিজ্ঞাপন

অভিনেত্রীর কথায়, ‘আমার কাছে মনে হয় আমি দুটো বড় কাজ করলে ওটা তো আলটিমেটলি মানে আর্টিস্ট হিসেবে আমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কী মেসেজ দিচ্ছি বা মানুষের জন্য মানুষের কী উপকারটা হচ্ছে?’

অভিনেত্রীর ভাষ্যে, ‘যে কাজ কোনো অর্থ তৈরি করে না, মানুষের জীবনে বড় পরিবর্তন আনে না, সেই কাজে আসলে আমি আর যুক্ত হতে চাই না। আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলেছি। সো আমি এখন ওই কাজগুলোই পছন্দ করছি যেগুলো মানুষের, আমাদের সোসাইটিতে একটা ভিন্নতা নিয়ে আসতে পারে।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD