ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে: পিয়া জান্নাতুল

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া আবারও বিয়ে করেছেন। সংবাদমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেন থেকে শুরু শবনমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।’
আরও পড়ুন: আবারও বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?
ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়।’
বিজ্ঞাপন
তার কথায়, ‘তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’
ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’