Logo

আধখানা ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি: শ্রীলেখা মিত্র

profile picture
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩২
7Shares
আধখানা ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি: শ্রীলেখা মিত্র
ছবি: সংগৃহীত

স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলা বিগ বস’ নিয়ে জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। কবে শুরু হবে, কে থাকছেন, তা নিয়ে সর্বত্র চলছে নানা গুঞ্জন। চলতি বছরের জুলাইয়ে শোনা গিয়েছিল, এবারের আসর সঞ্চালনা করবেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

বিজ্ঞাপন

এর পাশাপাশি প্রতিযোগীদের সম্ভাব্য তালিকায় নাম উঠে এসেছিল নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই তালিকায় নতুন করে জনপ্রিয় দুই তারকা শ্রীলেখা মিত্র ও সৌরভ দাসের নাম যুক্ত হয়েছে।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা নিজেই। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘বিগ বস’ থেকে তার কাছে কোনো প্রস্তাব আসেনি। শুধু তাই নয়, এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে থাকতেও নারাজ তিনি।

বিজ্ঞাপন

নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রীলেখা বলেন, ‘ওখানে থাকতে গেলে অনেক ঝগড়া করতে হয়। ওটা আমি একদমই পারি না। বরং বেশিদিন ওই ঘরে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে।’

‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘আধখানা ডিমের জন্য প্রতিযোগীদের ঝগড়া করতে দেখেছি, আমার মায়া হয়েছিল। তাই নিজের টাকায় সেরা ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলাম। ইলিশ মাছ নিয়ে যাওয়ায় ওখানকার এক প্রতিযোগী আমার নামে খুব কুৎসা গেয়েছিলেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৫ সালে হিন্দি ‘বিগ বস’-এর আদলে বাংলায় প্রথম শুরু হয় প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান। সে বছর সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় পর্বে সঞ্চালনার দায়িত্বে আসেন অভিনেতা জিৎ। তবে এই অনুষ্ঠানে শ্রীলেখা মিত্রর উপস্থিতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD