Logo

ঋতুরানী শরতের আবহে কাশবনে মিমের মুগ্ধতা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৩৬
11Shares
ঋতুরানী শরতের আবহে কাশবনে মিমের মুগ্ধতা
ছবি: সংগৃহীত

ঋতুরানী শরৎকাল এসে গেছে। কাশফুলের শুভ্রতায় যখন প্রকৃতি নতুন সাজে সেজেছে, ঠিক তখন সেই সৌন্দর্যের সঙ্গে তাল মেলালেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। এক ফটোশুটে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন এই তারকা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি ভিডিও ও একগুচ্ছ ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ভিডিওতে দেখা যায়, কাশবনের মাঝ দিয়ে হাঁটছেন মিম। পরনে কমলা রঙের শাড়ি, যার ওপর রয়েছে সূক্ষ্ম সোনালি কাজ।

ছবিগুলোতেও ছিলো তার একই সাজ। কখনো কাশবনে, কখনো সবুজে ঘেরা পথ ধরে, হাতে ধরা লাল গোলাপ নিয়েও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

বলা বাহুল্য, মিমের এই লুক ও ভঙ্গিমা তার ভক্তদের নজর কেড়েছে। কেউ লিখেছেন, ‘প্রকৃতির সঙ্গে মিম মানেই পরিপূর্ণ সৌন্দর্য।’ আরেকজনের মন্তব্য, ‘শরতের রানী মিম, কমলা রঙে অনবদ্য।’

শরৎকাল এলেই নতুন লুকে ভক্তদের চমক দেন মিম। এ বছরও তার ব্যতিক্রম হলো না। মিমের এই ফটোশুট ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে তার ভক্তমহলে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ঋতুরানী শরতের আবহে কাশবনে মিমের মুগ্ধতা