‘বৌদি’ ডাক কীসের ইঙ্গিত, যা জানালেন স্বস্তিকা

শৌর্য দেবের প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই সিনেমায় তাকে দেখা যাবে ‘প্রোমোটার বৌদি’ চরিত্রে কাজ করতে। ছবিটি নিয়ে কথা বলার সময় ‘বৌদি’ শব্দটির বর্তমান ব্যবহার প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন স্বস্তিকা।
বিজ্ঞাপন
চরিত্র অনুযায়ী, স্বস্তিকার স্বামী ও দুই সন্তান নিয়ে একটি ছোট সংসার। পাড়ার লোকজন তাকে ‘বৌদি’ বলে ডাকে। সেই সূত্রেই উঠে আসে ‘প্রোমোটার বৌদি’ নামটি।
এই প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমার পাড়াতেও দেখেছি, মাকে সবাই বৌদি বলেই ডাকত। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই শব্দটা কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। অথচ আদতে তো নয়! ‘বৌদি’ শব্দটির মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন এক ধরনের সম্পর্ক থাকে। এখানেও আমার চরিত্রটা ঠিক তেমনই—পেশায় প্রোমোটার বলে সবাই প্রোমোটার বৌদি বলে ডাকে।
বিজ্ঞাপন
সিনেমাটি মূলত এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্প বলবে। স্বস্তিকা জানান, বর্তমানে বড় পর্দায় শহুরে সমস্যা ও শহুরে জীবনের গল্প বেশি উঠে আসে। কিন্তু এই শহরে নিম্নবিত্ত মানুষের সংখ্যাই বেশি, এবং তাদের জীবনেও অসংখ্য সমস্যা রয়েছে। সেই গল্পই উঠে আসবে এই ছবিতে।
তবে কেবল বাস্তবধর্মী নয়, এই ছবিতে রয়েছে বাণিজ্যিক ছবির প্রয়োজনীয় উপাদানও।
বিজ্ঞাপন
স্বস্তিকার ভাষায়, নব্বইয়ের দশকের বাণিজ্যিক মশলাদার ছবির স্বাদ আবার ফিরিয়ে দেবে এই সিনেমা। যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে আমরা আলোচনা করি, তেমনই বাংলা বাণিজ্যিক ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী, প্রভাত রায়, হরনাথ চক্রবর্তী, রবি কিনাগীর মতো পরিচালকদের অবদানও সমান গুরুত্বপূর্ণ।
জানা গেছে, চলচ্চিত্রটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।