Logo

বগুড়ার সর্ববৃহৎ মধুবন সিনেপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫
8Shares
বগুড়ার সর্ববৃহৎ মধুবন সিনেপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার বিনোদনের সবচেয়ে বড় ঠিকানা মধুবন সিনেপ্লেক্সে নেমে এলো দুঃসংবাদ। দীর্ঘ ৫১ বছরের ঐতিহ্যকে পিছনে ফেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল এই সিনেপ্লেক্স।

বিজ্ঞাপন

১৯৭৪ সালে শাবানা-ওয়াসিম অভিনীত ইবনে মিজান পরিচালিত ডাকু মনসুর সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিল মধুবন সিনেমা হল। প্রতিষ্ঠাতা ছিলেন ব্রিটিশ আর্মির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এ.এম ইউনূস। একসময় যার ধারণক্ষমতা ছিল এক হাজার দর্শক। পরে তার ছেলে আর এম ইউনূস রুবেল আধুনিকায়নের উদ্যোগ নেন। ২০২১ সালের ১৫ অক্টোবর নতুন রূপে যাত্রা শুরু করে মধুবন সিনেপ্লেক্স। আধুনিকায়নের পর ৩৩৬ আসনের এই হল দর্শকদের জন্য ছিল একটি আধুনিক বিনোদন কেন্দ্র। পরাণ, হাওয়া, প্রিয়তমা, তুফান ও বরবাদসহ এমন অনেক ব্যবসা সফল সিনেমার প্রদর্শনীতে মুখরিত ছিল সিনেপ্লেক্স। পরিবার নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসতেন দর্শকরা। এমনকি দর্শকের চাহিদায় একাধিক মিডনাইট শো-ও চালানো হয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সিনেমা ঈদ ছাড়া দর্শক টানতে ব্যর্থ হয়েছে। বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ না থাকায় ধীরে ধীরে কমতে থাকে দর্শক। আর্থিক লোকসান, বিদ্যুৎ বিলের চাপ, কর্মচারীদের বেতন প্রদানের অসুবিধা, সব মিলিয়ে কর্তৃপক্ষ আর এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারছে না।

বিজ্ঞাপন

মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস জানান, মাসের পর মাস লোকসান গুনতে হচ্ছে। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল শেষ শো। নন্দিনী ছবিটি চালাচ্ছিলাম, কিন্তু দর্শক পাইনি, খরচই ওঠে না। এজন্যই অনির্দিষ্টকালের জন্য মধুবন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, অনেক ছবি মুক্তি পেলেও দর্শক সাড়া দিচ্ছে না। এই অবস্থায় এত বড় একটি বিনোদন কেন্দ্র লোকসানের বোঝা মাথায় নিয়ে চালানো সম্ভব নয়। হলের সঙ্গে জড়িয়ে আছেন অসংখ্য কর্মী ও তাদের পরিবার। তাই মধুবনের বন্ধ হওয়া শুধু একটি হলের নয়, বরং অনেকের জীবিকার সাথেও যুক্ত। শিল্প-সংস্কৃতি ও বিনোদনের এ কেন্দ্রটি বন্ধ হওয়ায় হতাশ বগুড়া বাসী।

বিজ্ঞাপন

তবে আশা এখনো শেষ হয়ে যায়নি। মালিক কর্তৃপক্ষ সরকারের কাছে কার্যকর নীতিমালা ও বিদেশি সিনেমা আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, সম্মিলিত উদ্যোগ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আবারো মধুবন সিনেপ্লেক্স একদিন আলো ঝলমল পরিবেশে দর্শকদের স্বাগত জানাবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD